স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম দেশে আসার পর পরই টমটমের ভাড়া পূর্ন নির্ধারন করা হবে বলে হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসক ইশরাত জাহান আশ্বস্থ করেছেন বলে জানিয়েছেন হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল।
গতকাল হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ শহরে টমটম ভাড়া ৫ টাকা করাসহ ৯ দফা দাবীর প্রচার পত্র নিয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহানের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা শেষে ভাড়া পূর্ন নির্ধারণ এবং যানজট, লোডশেডিং মুক্ত হবিগঞ্জ করতে টমটমের সংখ্যা কমিয়ে আনাসহ নতুন কোনো টমটম লাইসেন্স যেন না পায় সেই দাবী করেন যাত্রী কল্যাণ পরিষদ। এ সময় জেলা প্রশাসক বলেন, মেয়র আসার পরপরই সবাইকে নিয়ে আলোচনা করে ভাড়া পূর্ন নির্ধারন করা হবে এবং নতুন কোনো টমটমকে লাইসেন্স দেওয়া হবে না বলে আশ্বস্থ করেন। এর আগে গত বুধ বার রাতে হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরকে স্মারক লিপি দিয়ে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের ৯ দফা দাবী তুলে ধরে এবং তিনি আশ্বস্থ করেন সবাইকে নিয়ে আলোচন করে স্টপিজ অনুযায়ী ভাড়া পূর্ন নির্ধারন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক এস এম হেলালুর রহমান, প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ, উপদেষ্টা মোঃ আলমগীর রেজা, শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু নাসের শাহিন, দেওয়ান জুটন, সাইফউদ্দিন জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহিনুল ইমরান, শাহজাহান মিয়া, অর্থ সম্পাদক আফজল আহমেদ, আব্দুল মুহিত রাসেল, শেখ সামছুর রহমান, এনামুল হক রাসেল, ফজলুল হক, সাংবাদিক তানভীর হোসেন, রমজান আলী, কাজী আওয়াল, কুদ্দুছ মিয়া, মাসুক মিয়া, আলী হাসান, আঃ কুদ্দুছ জুয়েল, মোঃ আলী, রিয়াজুর, রায়হান, নুর আলম, আমিনুল ইসলাম সুমন, নুরুল হক, মেরাজ আলী, আক্তার তালুকদার, শরিফ আহমেদ, ফজলুল ইসলাম প্রমুখ।