স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। গত ১৭ এপ্রিল সোমবার হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পূর্ব লন্ডনের বাংলা টাউনে ক্যাফে গ্রিল রেস্টুরেন্টে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন, জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান, হবিগঞ্জ ডিষ্ট্রীক্ট ওয়েলফেয়ার এর প্রতিষ্ঠাকালীন সভাপতি এম এ আজিজ, বিশিষ্ট সাংবাদিক ওলি উল্লা নোমান, গীতিকবি জাহাঙ্গীর রানা, চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি মোঃ গাজীউর রহমান গাজী, সাধারণ সম্পাদক ও বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টারের ডিরেক্টর জালাল আহমেদ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদ সামসুল ইসলাম মুঞ্জু, জুবায়ের আহমেদ, সামসুদ্দিন আহমেদ, রহিম উদ্দিন, আলম খান, জালাল উদ্দিন, বাকী বিল্লাহ জালাল, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি, সৈয়দ ফারহান, সাহিদুর রহমান, কাজী তাজউদ্দিন আকমাল, মাহমুদুর রহমান রিয়াজ, হাজী জামাল, এনকে ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ওলিউর রহমান শাহীন, জাফর মোঃ মাসুদ, অজিত লাল দাস, শাহ শহীদ আলী, সৈয়দ মোর্শেদ, আল আমিন, খায়ের জামান জাহাঙ্গীর, আলাল মহসিন, সৈয়দ শওকত, বৃন্দাবন কলেজ এক্সষ্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি আলী নেওয়াজ মিন্টু, সাধারন সম্পাদক নিয়ামুল হক মাক্সিম, সাইফুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহ রাসেল, লিটন আহমেদ, সজীব খান, এনাম আহমেদ, শাকিল সাইফুর রহমান। দোয়া পরিচালনা করেন ব্যারিষ্টার আতাউর রহমান, বৃটিশ রানী কর্তৃক বিইএম খেতাব পাওয়ায় ওলিউর রহমান শাহীনকে অভিনন্দন জানানো হয়। বিগতদিনে লন্ডনে যারা মারা গেছেন তাদের জন্যও বিশেষ দোয়া করা হয়। শুরুতেই সভাপতি ও সাধারণ সম্পাদক আগত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান শত ব্যস্ততার মাঝেও উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য। এতে বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন।