নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বদরদি দাঈমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র রমজান মাস ব্যাপী বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রশিক্ষণের ২ যুগ পূর্তি হয়েছে। জানা যায়, বদরদি দাঈমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরীর একান্ত প্রচেষ্টায় ১৯৯৯ সালে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রশিক্ষণের অন্যতম প্রতিষ্ঠান দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের শাখা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। প্রায় ২৪ বৎসর যাবত আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরীর সার্বিক তত্ত্বাবাধানে প্রতি বৎসর রমজান মাস ব্যাপী বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বদরদি দাঈমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা শাখায় প্রশিক্ষণ নিয়ে প্রায় কয়েকশ শিক্ষার্থী ক্বারীয়ানা সনদপ্রাপ্ত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন। বদরদি দাঈমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও আনন্দিত। তারা মনে করেন বদরদি দাঈমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় ধারাবাহিকভাবে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রশিক্ষণ চালু থাকায় আশপাশের গ্রামগুলোর ছেলে মেয়েদের জন্য বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রশিক্ষণ সহজলভ্য হয়েছে। গত বুধবার দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের বদরদি দাঈমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা শাখায় চলতি রমজান মাস ব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত মাদ্রাসা কমিটির সহ-সভাপতি মোঃ মোজাম্মিল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী ক্বারী হাফিজ আবু সুফিয়ান হারুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাওঃ এম হাসান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত শাখার প্রধান ক্বারী মাওঃ মোঃ আব্দুল মজিদ, নাযিম হাফিজ ক্বারী এবাদুর রহমান, সহকারী নাযিম এম এ রব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী ক্বারী হাফিজ ক্বারী জেবুল আহমেদ, ক্বারী মোঃ আলমগীর হোসেন, ক্বারী মোঃ মুহিবুর রহমান, ক্বারীয়া মোছাঃ শিরিন আক্তার, ক্বারীয়া মোছাঃ মাহিরা আক্তার, ক্বারীয়া শেখ বুশরা চৌধুরী প্রমুখ। এ সময় ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন খামিছ জামাতের ছাত্র আশফাক সুলতান জামিল।