স্টাফ রিপোর্টার ॥ লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ-এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪ টায় স্থানীয় আনন্দপুর গ্রামে আমেরিকান বাড়িতে এ ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসব ঈদ সামগ্রী বিতরনে স্পন্সর করেন আমেরিকা প্রবাসী মোঃ হারুনুর রশীদ। অনুষ্ঠানে গরীব দুঃস্থদের মাঝে ৩৫০ প্যাকেট ঈদ সামগ্রী ও নগদ ৩০ হাজার বিতরণ করা হয় এবং হাজী ইউনুছ-আঙ্গুরা হাফিজিয়া মাদ্রাসায় নগদ ১ লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। পরে ঈদ সামগ্রী উপহার ভোগী ও লায়ন্স কাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ-এর সভাপতি এস.এম আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন এডভোকেট অর্জুন চন্দ্র রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন শাহেনা রহমান এম,জে, এফ, অতিরিক্ত জেলা ম্যাসিস্টেট প্রিয়াংকা পাল, ফাস্ট লেডি লায়ন রেখা শরীফ, সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তুহিন সরকার ও কেবিনেট সেক্রেটারী লায়ন মীর সফিকুল আলম কনক। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন এডভোকেট এসএম বজলুর রহমান, লায়ন এডভোকেট এসএম আলী আজগর, ভাইস প্রেসিডেন্ট ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান লায়ন মোঃ মর্তুজা হাসান, লায়ন এডভোকেট নিলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, লায়ন হাজী মর্তুজ আলী, ৫নং গোপায়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার লায়ন মোঃ খালেদ গনি, লায়ন আব্দুল কাইয়ূম, লায়ন ফখরুল আলম বাবুল, সাবেক সেক্রেটারী লায়ন মঈন উদ্দিন চৌধুরী সুমন, লায়ন রেজাউল করিম, ট্রেজারার লায়ন আব্দুর রহমান, লায়ন অমিয় চন্দ্র রায়, লায়ন মহিবুর রহমান টিপু, লায়ন বিশ্বজিৎ বণিক চন্দন, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম চৌধুরী, কৃষি কর্মকর্তা (অবঃ) হাজী মোঃ মতিউর রহমান, ইউপি মেম্বার আহমদ আলী, বিডি আর (অবঃ) মোঃ ফরিদ মিয়া, সরকারী কর্মকর্তা মোঃ নুরুল হুসাইন, ব্যবসায়ী মোঃ কদ্দুছ মিয়া, প্রাণী চিকিৎসক আমরুজ মিয়া, বিশিষ্ঠ ঠিকাদার রহমত আলী, ব্যবসায়ী রইছ আলী, কৃষি অফিসার মোঃ ফারুক মিয়া প্রমূখ।