স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম থেকে হবিগঞ্জ আসার পথে ২০ লক্ষ টাকা মূল্যের ৭৫ ড্রাম সোয়াবিন তেল ভর্তি ট্রাক ছিনতাই। ১ দিনের মধ্যেই পুলিশ প্রযুক্তি ব্যবহার করে খালাসকৃত ড্রামের গোদামজাত ফেনীর স্থান ও কুমিল্লায় পরিত্যক্ত ট্রাকসহ সহকারী সোহাগকে উদ্ধার। ড্রাইভার জালাল মিয়া পলাতক রয়েছে। হবিগঞ্জ চৌধুরী বাজার জননী ভান্ডারের স্বত্তাধিকারী প্রান কৃষ্ণ রায় জানান, গত ১৩ এপ্রিল চট্টগ্রাম এস আলম সুপার ওয়েল কোম্পানীর ২০ লক্ষ টাকার ৭৫ ড্রাম সোয়াবিন তৈল ডেলিভারী নিয়ে চট্টমেট্টো-১১৮৮৯৪ ট্রাকের বদলী ড্রাইভার বহুলা গ্রামের জালাল মিয়া হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ফেনী আসার পূর্বে গাড়ী থামিয়ে ছল চাতুরী করে চালক জালাল স্পীড নামীয় ড্রিংস এর সাথে ঔষধ খাইয়ে সহকারীকে অচেতন করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ড্রাইভার ফেনীর চোরা কারবারীদের নিকট মালামাল বিক্রি করে। এরপর খালি গাড়ী কুমিল্লার পদ্ধার বাজার ওভারব্রীজের নিচে রেখে পালিয়ে যায়। চেতনা ফিরে এলে সহকারী সোহাগ মালামাল ও ড্রাইভারহীন পরিত্যক্ত গাড়ীর তথ্যটি গাড়ীর মালিক হবিগঞ্জ বামকান্দির মহসিন মিয়াকে জানায়। গত শুক্রবার সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রাণ কৃষ্ণ ও মহসিন মিয়াসহ ৭/৮ জন ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর দুস্ত মোহাম্মদ এর শরনাপন্ন হয়। ব্যবসায়ীরা হবিগঞ্জ থেকে রওয়ানা দেয়ার পূর্বেই ট্রাক ছিনতাইর বিষয়টি ঢাকা পুলিশ সদর দপ্তরে কর্মরত এআইজিপি ছাইদুল হাসান (শামিম) কে অবহিত করে ও তার সহযোগীতা কামনা করে। ঐদিকে পুলিশ ইন্সপেক্টর দুস্ত মোহাম্মদ প্রযুক্তি ব্যবহার করে ট্রাকের অবস্থান ও মালামাল আনলোডিং এর এলাকা নিশ্চিত হয়। পুলিশের একটি বিশেষ দল হবিগঞ্জের ব্যবসায়ীদের সাথে নিয়ে সেখানকার বড়বাজার এর একটি গোদামঘরে হানা দিয়ে ছিনতাইকৃত মালামাল চিহ্নিত করে। পুলিশ মালামাল উদ্ধারে উদ্যোগ নিলে গোদামের ব্যবসায়ী ও মালিকরা প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ের এআইজিপি ছাইদুল হাসানের মোবাইলে রেকর্ডকৃত নির্দেশনাবলী শোনালে ওরা ঘাবড়ে যায় এবং ট্রাকের মালামাল তুলে দিতে বাধ্য হয়। এ ব্যাপারে পুলিশ ইন্সপেক্টর দুস্ত মোহাম্মদ ফোনে ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, হাইওয়ে ছিনতাইকারী চক্রটি ও তাদের গডফাদার অত্যান্ত দূূর্দর্ষ প্রকৃতির লোক এবং তার হাত খুব লম্বা। ছাইদুল স্যারের নির্দেশনা না পেলে মালামাল ও ট্রাক উদ্ধার করা কোনক্রমে সম্ভব ছিল না।