স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও তাঁর সহধর্মিনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার করোনামুক্ত হয়েছেন। গত শনিবার জাতীয় সংসদের আরটিপিসিআরে নমুনা দিলে তাঁদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তাঁরা বর্তমানে শারীরিকভাবে সুস্থ ও হবিগঞ্জ শহরের বাসভবনে অবস্থান করছেন। গত ৯ এপ্রিল পবিত্র ওমরাহ পালন শেষে ফেরার পর সংসদ অধিবেশনে যোগ দিতে নমুনা পরীক্ষা করলে এমপি আবু জাহিরের শরীরে তৃতীয়বারের মতো করোনা সনাক্ত হয়। পরদিন তাঁর সহধর্মীনী আলেয়া আক্তার নমুনা পরীক্ষা করালে তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হন।
এদিকে, তৃতীয়বার করোনা আক্রান্ত হওয়ার পর তাঁদের সুস্থতা কামনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করেন। এজন্য এমপি আবু জাহির তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এর আগে মহামারী শুরুর প্রথম বছর ২০২০ সালের অক্টোবর মাসে প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন সংসদ সদস্য। পরের বছরের ২১ জুলাই তিনি দ্বিতীয়বার আক্রান্ত হন।