স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিক্সা ও মিনিট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই সড়কের শুটকীব্রীজ সংলগ্ন এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বানিয়াচংমুখী একটি সিএনজি অটোরিক্সা শুটকী ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছালে বানিয়াচং থেকে হবিগঞ্জমুখী একটি মিনি ট্রাকের মধ্যে সংঘর্ষ বাঁধে। মুহুর্তের মধ্যেই মিনি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। সিএনজিতে থাকা যাত্রী আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রাজা মিয়ার ছেলে সজলু মিয়াকে গুরুতর আহতবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায়ই সজলু মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। অপর আহত যাত্রী একই উপজেলার একই গ্রামের আওয়াল মিয়ার স্ত্রী নূর জাহান বেগম (৫০) কে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর জাহান বেগমকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দূর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে এবং বানিয়াচং থানার এসআই আমিতাভ দাস তালুকদার ঘটনাস্থলে পৌছে ঘাতক মিনি ট্রাকটি (ঢাকা মেট্টো-ন ১৭-০৩৯০) আটক করে বানিয়াচং থানায় নিয়ে আসেন।