স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মকসুদপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন মহিলাসহ আরও অন্তত ২৫ জন। গত শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল (৭০) ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। পুলিশ জানায়, গ্রামের বোরো ধানের জমি নিয়ে নওয়াজ আলী ও ইউপি সদস্য সবুজ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। সবুজ মিয়ার লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটতে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় আব্দুল জলিল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
ওসি নুনু মিয়া জানান, ময়ানতদন্ত শেষে শনিবার লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এদিকে গ্রেফতার এড়াতে ওই গ্রাম পুরুষশূণ্য হয়ে পড়েছে।