স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ইজাব এগ্রো লিমিটেড মনিহার-৬ হাইব্রিড ধানের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষিদের মুখে হাসি ফুটেছে। গত শুক্রবার (১৪ এপ্রিল) নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে মাঠ পরিদর্শন করেন ডিস্ট্রিক্ট ডিলার কাজল চন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন নয়ন চন্দ্র রায়, সাংবাদিক এস.কে. সুজন, কৃষক আকলুসুর মিয়া চৌধুরী, কামাল মিয়া চৌধুরী, নানু মিয়া, আব্দুল হান্নান প্রমুখ। ডিস্ট্রিক ডিলার কাজল চন্দ্র রায় বলেন, মনিহার-৬ একটি উচ্চ ফলনশীল ধানের বীজ। এ উচ্চ ফলনশীল ধানের বীজ ৩০ শতাংশে ২২ মন বা এর অধীক ফলন হয়। যার ফলাফল কৃষক আকলুসুর মিয়া চৌধুরীর জমিতে বাম্পার ফলনের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। তিনি বলেন, আগামীতে কৃষকদের এ উচ্চ ফলনশীল ধান মনিহার-৬ চাষে উৎসাহিত করতে হবে। এতে একদিকে যেমন ফলন বাড়বে অন্য দিকে লাভবান হবেন কৃষকরাও।