প্রেস বিজ্ঞপ্তি ॥ ধুলিয়াখাল প্রবাসী ফাউন্ডেশন, হবিগঞ্জ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ধুলিয়াখাল কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলে সহশ্রাধিক মানুষ অংশ নেন।
এতে ধুলিয়াখাল গ্রামের মুরুব্বি সফিকুর রহমান তোফায়েলের সভাপতিত্বে ও সমাজসেবক মোঃ ছালেক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মশিউর রহমান শামীম। স্বাগত বক্তব্য রেখেছেন সংগঠনের উদ্যোক্তা মোঃ মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সর্দার এমএ মান্নান, ধুলিয়াখাল গ্রামের মুরুব্বি সিরাজুল ইসলাম সিরাজ, বারো পঞ্চায়েতের সভাপতি মোঃ শাহীন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল, নিজামপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ গিয়াস উদ্দিন, গোপায়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ সাদেকুর রহমান, সমাজ সেবক মোঃ ফরিদ মিয়া, হোসাইন মোঃ আক্তার প্রমুখ। আরও বক্তব্য রেখেছেন, সংগঠনের সদস্য মোঃ কাইয়ুম মিয়া, মোঃ সোহাগ মিয়া, মোঃ আক্তারুজ্জামান মিন্টু, মোঃ উজ্জ্বল মিয়া প্রমুখ। উদ্যোক্তা মোঃ মামুন মিয়া জানান, বিভিন্ন দেশে থাকা ধুলিয়াখাল এলাকার প্রবাসীরা এলাকাবাসীর সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। এজন্য উপস্থিত লোকজন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।