স্টাফ রিপোর্টার ॥ ইশাত খান লাভ ফর হিউমিনিটি’র পক্ষ থেকে পথ শিশুদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ১৫ এপ্রিল শিরিজতলায় এ ঈদ উপহার পাঞ্জাবি, জামা, শার্ট ইত্যাদি বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ফুটবল এসোশিয়নের সভাপতি মোঃ আব্দুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইশাত খান লাভ ফর হিউমিনিটির প্রতিষ্ঠাতা মোঃ মোছা ওবিরুব ইসলাম খান ওরফে ইশাত খান, সংগঠনের সদস্য রুবেল, মাহের, হৃদয়, মাহফুজ, সালমান, সিয়াম প্রমুখ।