শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল ॥ দ্বি-বার্ষিক নতুন কমিটি ঘোষণা মুরাদ সভাপতি সুলতান সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ এর সভাপতিত্বে ও বিদায়ী কমিটির সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য অলিউর রহমান অলির সঞ্চালনায় রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল গত শুক্রবার ওসমানী রোডস্থ নাঈস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাহ সুলতান আহমদের সার্বিক তত্ত্বাবধানে রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ আব্দুল হাকিম ও জেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম আর শায়েল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আশাহীদ আলী আশা। উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম ও তৌহিদ চৌধুরী, সাংবাদিক মোঃ ছাদিকুল ইসলাম, আবু তালিব, ফোয়াদ হাসান রাজন, অঞ্চন রায়, ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সৈকত আহমেদ, সাংবাদিক শাহরিয়ার আহমদ শাওন, স্বপন রবি দাস, রকি পারভেজ, আতাউর রহমান শামিম। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলা গণফোরামের আহবায়ক হাফেজ সাইফুর রহমান। অনুষ্ঠিত সভায় মুরাদ আহমদকে নবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও শাহ্ সুলতান আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ আব্দুল হাকিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ পৌর মেয়র তাদের বক্তব্যে নবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দকে পেশাগত দায়িত্ব পালনে সার্বিক বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সংবাদ কর্মীদের অগ্রণী ভূমিকা পালনে অনুভূতি ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com