বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত ॥ এডঃ আবুল মনসুর সভাপতি বকুল সেক্রেটারী নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি এডভোকেট আবুল মনসুর আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন। বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল টানা ২য় বারের ন্যায় নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬৫৫ জন ভোটারের মাঝে ভোট প্রয়োগ করেন ৫৫৩ জন। রাতে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুর রউফ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট আবুল মনসুর ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি এডভোকেট সফিকুল ইসলাম পান ১৯৩ ভোট। অপর প্রার্থী মুরলী ধর দাস পান ৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী পান ১৪০ ভোট এবং অপর প্রার্থী এডভোকেট এ কে এস এম মোজাম্মেল পান ১১৪ ভোট।
নির্বাচনে সহ-সভাপতি পদে এডভোকেট আব্দুস সবুর তরফদার ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি এডভোকেট শরদিন্দু ভট্টাচার্য্য পান ১৭২ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ানী পদে এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরী ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি এডভোকেট জন্টু চন্দ্র দেব পান ২৩১ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক ফৌজদারী পদে এডভোকেট কামরুল হাসান চৌধুরী ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি মিজানুর রহমান চৌধুরী পান ২৬৭ ভোট। ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক পদে মুজিবুর রহমান চৌধুরী ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি এডভোকেট আশিক মিয়া পান ২৪৯ ভোট। লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট আয়াতুল ইসলাম ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি এডভোকেট আসাদুজ্জামান পান ২৬৮ ভোট। সিনিয়র সদস্য পদে এডভোকেট উবায়েদুল্লাহ (৪১৩), এডভোকেট আব্দুল কাইয়ুম (৪০৯), এডভোকেট ফয়সল আহমেদ চৌধুরী (৩৯০) ও এডভোকেট আশরাফুল আলম (৩৬৯) নির্বাচিত হন। এই পদে পরাজিত হন এডভোকেট মিহির কান্তি চক্রবর্তী (২৪৬) ও এডভোকেট ফারুকুর রহমান (১০৭)।
নির্বাচনে জুনিয়র সদস্য পদে এডভোকেট ইকবাল হোসেন ভূইয়া, এডভোকেট মুর্শেদুজ্জামান লুকু ও এডভোকেট ইমরান চৌধুরী এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে তাসলিমা আক্তার হ্যাপী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বেই নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com