স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় জিলাপিতে রং মিশ্রণ, কার্টুনে ওজনে বেশি থাকা ও পোড়া তেল ব্যবহারসহ নানা অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় সন্তোষ মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা, মায়া ও উজান ভাটি রেস্টেুরেন্টকে ৫ হাজার টাকা এবং খোয়াই রেস্টুরেস্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে রং মিশ্রিত জিলাপি ধ্বংস ও বেশ কয়েকটি রেস্টুরেন্টকে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করে শায়েস্তাগঞ্জ র্যাবের একটি টিম। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান সহকারি পরিচালক।