স্টাফ রিপোর্টার ॥ অসহায় হত দরিদ্র বাউল ছাত্তার মিয়া পেলেন এক মাসের খাবার। চাল, তেল, চিনি, আলুসহ খাবারের যাবতীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবস্থা করে দিয়েছে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি। গত বুধবার রাতে বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের এই বৃদ্ধকে খাদ্য সহায়তা পৌঁছে দেন সংগঠনের পক্ষে বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মখলিছ মিয়া। বানিয়াচংয়ের সাবেক সহকারী কমিশনার (ভূমি) বর্তমানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব পদমর্যাদা) বি.এম. মশিউর রহমান এর মাধ্যমে বাউল ছাত্তার মিয়াকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। তিনি জানান, তারা কৃষি ইউনিভার্সিটির সাবেক ছাত্ররা মিলে এই ফাউন্ডেশন করেছেন। অসহায় দু:স্থ মানুষদের পাশে যখন যে পরিস্থিতিই হোক তারা দাঁড়াতে চান। পবিত্র রমজান মাসে অসহায় বাউল ছাত্তার মিয়াকে যাতে রমজানে খাবারের জন্য কষ্ট করতে না হয় সেজন্য পুরো মাসের খাবার তুলে দেয়া হয় বাউল ছাত্তার মিয়ার কাছে। বাউল ছাত্তার মিয়া পুরো মাসের বাজার সদাই পেয়ে ভীষণ খুশি। স্ত্রী মারা যাবার পর একেবারে অসহায় হয়ে পড়েন বাউল ছাত্তার মিয়া। বার্ধক্যে নানা রোগে জেকে বসেছে তাকে। প্রতিদিনই ঔষধ উপর চলতে হয় তাকে। যে দিন টাকার জোগার হয়নি, সেইদিন আর ঔষধ খাওয়া হয় না। বার্ধ্যকের কারণে এখন কোন কর্মও করতে পারছেন না বাউল ছাত্তার মিয়া। কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি পক্ষ থেকে ১ মাসের বাজার সদাই পাওয়ায় অনেকটাই স্বস্তিবোধ করছেন বাউল ছাত্তার মিয়া।