আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌরসভার ইলামনগর গ্রামের প্রবাসী বাড়ীতে হামলা ও ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত। এতে মহিলা সহ ২ জন আহত হয়েছেন। জানা যায়, গত বুধবার বিকাল ৫ টার দিকে প্রবাসী রুবেল মিয়ার বেয়াই বাড়ীর লোকজন দলবদ্ধ ভাবে প্রবাসীর বাড়ীতে এসে হামলা ও ভাংচুর করে। এ সময় তার স্ত্রী আছমা আক্তার ও ইয়াসমিন আক্তার এগিয়ে আসলে তাকেও মারধোর করা হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।