স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিভিন্ন ফুটপাতের দোকান সরানোর নির্দেশ দিয়েছেন সদর থানার ওসি গোলাম মর্তুজা। গতকাল বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকার সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অংশ নেন। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির জন্য তাদেরকে সতর্ক করেন। তিনি জানান, সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করার কারণে যানজট সৃষ্টি হয়। বিষয়টি তার নজরে এলে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথমবারের মতো তাদেরকে সতর্ক করা হয়েছে। পরেরবার আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান।