নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার উত্তর পূর্বাঞ্চলের দীঘলবাক ইউনিয়নের একটি ওয়ার্ড থেকে গত ১ মাসে কৃষকের ২৫টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ নিয়ে চোর আতংকে ভূগছেন এলাকাবাসী। এ অবস্থায় রাত জেগে গোয়ালঘর পাহাড়া দিচ্ছেন মালিকরা। গত মঙ্গলবার দিবাগত রাতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৬টি গরু চোরেরা নিয়ে যায়। এর মাঝে দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের কৃষক মস্তর আলী মিয়ার স্ত্রী তার চুরি যাওয়া গাভীটি পেয়ে গাভীর গলায় জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেন। গাভীটির গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে চোরেরা গাভীটিকে তাদের নিয়ন্ত্রনে নিতে না পেরে ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। এক পর্যায়ে গাভীটি রেখে অপর ৫টি গরু নিয়ে চোরেরা পালিয়ে যায়। রাতেই এই গাভীটিকে তারা খোঁজাখুঁজি করে পেয়ে যান। একই রাতে এই ওয়ার্ডের দরবেশপুর গ্রামের জব্বার মিয়ার আরো ৩টি গরু চুরি হয়। এনিয়ে উক্ত ওয়ার্ডের দাউদপুর, বোয়ালজুর সহ পার্শ¦বর্তী বিভিন্ন গ্রাম থেকে সম্প্রতি প্রায় ২৫/৩০ টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এতে এলাকায় চোর আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাহ্ সুলতান আহমদ জানান-তার ওয়ার্ডে ঘনঘন গরু চুরি হওয়ায় উদ্বিগ্ন জনগণ। তবে থানা প্রশাসন ও এলাকার সচেতন মহলের আন্তরিক সহযোগিতায় চোরদের মুল হোতাদের চিহ্নিত করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
চুরি যাওয়া গরুর মালিক কৃষক আব্দুল জব্বার জানান, সেহরী খাবার সুযোগে তার গরু গুলো চোরেরা নিয়ে গেল।
এলাকাবাসীর ধারণা স্থানীয় চিহ্নিত অপরাধীদের যোগ সাজসে এসব চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই চোর চক্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন সচেতন মহল।
এলাকাবাসী গরু চুরি বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।