নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ রোটারী ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ এপ্রিল শনিবার অনুষ্টিত এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান শাহ মোস্তাকিম আলী প্রিন্সের সভাপতিত্বে এবং সেক্রেটারী রোটারিয়ান প্রভাষক জন্টু চন্দ্র রায়ের পরিচালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ রোটারী ক্লাবের সিপি এন্ড ক্লাব ট্রেইনার পিএইচএফ ডাঃ শফিকুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, পিপি ডাঃ তাপস আচার্য্য, আইপিপি রঙ্গ লাল রায়, প্রেসিডেন্ট নমিনী মাহফুজুর রব রনি, যুগ্ম সেক্রিটারী প্রতিমা বনিক, কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান আব্দুর রকিব শিপন, ভোকেশনাল এডিটর শিরিন আক্তার, রোটারিয়ান টিএইচও ডাঃ আব্দুস সামাদ, রোটারিয়ান এনসিসি ব্যাংক ব্যবস্থাপক সুভাষ চন্দ্র দেব, রোটারিয়ান আব্দুল মালিক, রোটারিয়ান রাবেয়া জেসমিন, অধ্যক্ষ তনুজ রায়, রোটারিয়ান শামসুল হক, ভোলেটিন এডিটর সদস্য ডাঃ চম্পক কিশোর সাহা, সদস্য বদরুল আলম, সদস্য হেলাল আহমদ, কামাল উদ্দিন আহমদ সবুজ প্রমুখ।