বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউ শুকরিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার ১১ এপ্রিল বাহুবল প্রেসক্লাব সভাপতি এম সোহেল আহমেদ কুটি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল উদ্দিন ইমন পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন মিরপুর ইউপি সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত, সাংগঠনিক সম্পাদক এম মজিদ তালুকদার, এম রশিদ আহমেদ, বাহুবল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ জলিল তালুকদার, সিনিয়র সাংবাদিক তহবিলদার সবুজ, সাংবাদিক মামুন চৌধুরী, নুরুদ্দিন সুমন, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, বাহুবল প্রেসক্লাব সাংস্কৃতিক বিষয় সম্পাদক কমল দাশ, জসিম উদ্দিন প্রমুখ। এছাড়া উপজেলা কর্মরত সাংবাদিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।