আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসন, অজ্ঞান পার্টির অপতৎপরতা রোধ, হাইওয়ে সড়কে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা সংক্রান্ত সচেতনতামূলক সভা গতকাল মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের উদ্যোগে উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন অঞ্চলের পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, হাইওয়ে সড়কের কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক আইয়ুব খান, শংকর পাল সুমন, সিএনজি চালিত অটোরিকশা, মাইক্রোবাস, ব্যাটারি চালিত অটোরিকশার চালকসহ প্রমুখ।
পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ বলেন, ঈদ উপলক্ষ্যে সাধারণ মানুষকে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কঠোর আইন প্রয়োগ ছাড়াও মানবিকতা এবং আধুনিকতা দিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। আমরা সেই নির্দেশনা দিয়ে থাকি। জনসাধারণ ও যানবাহন চালকরা সচেতন হলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব হবে।