স্টাফ রিপোর্টার ॥ শহরের ২নং পুল থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন আবেদন করলে না মঞ্জুর হয়। আটক মাদক ব্যবসায়ীরা হল, শহরের অনন্তপুরের বাসিন্দা মৃত আকরাম আলীর পুত্র সফিক মিয়া (৪০) ও লস্করপুর গ্রামের আবু মিয়ার স্ত্রী আঙ্গুরা খাতুন (৭০)। গত ৯ এপ্রিল বিকেলে ডিবির এসআই রিয়াজের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো।