স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মোতাকাব্বির রাজ্জাক ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মন্নান ৬১ ভোট, জাহির উদ্দিন ৫৪ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আব্দুল রাজ্জাক ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রজত কান্তি চৌধুরী সিটন পেয়েছেন ১১৩ ভোট, যুগ্ম সম্পাদক পদে ননি গোপাল দাস ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত, দুলাল চন্দ্র দাস পান ৭১ ভোট পান।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে মোঃ দারছ মিয়া নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে সুভাষ চন্দ্র সূত্রধর। পিসাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন তপন কুমার দাশ, পোলিং অফিসার ছিলেন অঞ্জন কুমার আচার্য্য ও আব্দুল হাই। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সভাপতি নির্ধন দাশ। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এর মাঝে ২৫২ টি কাষ্টিং হয়, বেশকিছু ভোট নষ্ট হয়।