স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচী স্থানীয় আফরাজ আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সহ-সভাপতি নিজামুল ইসলাম বেলাল, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, অর্থ সম্পাদক আব্দুল মোতালিব ফরিদ, ব্রাহ্মনডোড়া ইউনিয়ন বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, জেলা তাঁতীদল সাধারণ সম্পাদক শফি কাইয়ুম, জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরব আলী, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব কামরুজ্জামান মিলন, যুগ্ম আহবায়ক রকিবুল হাসান নওশাদ, বাদশা মিজান, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদল আহবায়ক মোঃ শামছুল আলম রিপন, যুগ্ম আহবায়ক খলিলুর রহমান মাসুম, মোঃ দুলাল মিয়া, বিএনপি নেতা মুক্তার মিয়া, সৈয়দ সোহান, আব্দুল মজিদ কানাই, মোসাহিদ আহমেদ, আব্দুল মতিন, আজম উদ্দিন, আব্দুর রহিম প্রমূখ। শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির উক্ত অবস্থান কর্মসূচিতে দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে এডভোকেট মোঃ এনামুল হক সেলিম বলেন, জনগণের সকল মৌলিক দাবী আদায়ের লক্ষ্যে বিএনপি রাজপথে আছে এবং থাকবে। তাই অবৈধ জালিম সরকারের পতন কল্পে জনগনই সবচেয়ে বড় সহায়ক শক্তি হিসাবে আগামী আন্দোলন সংগ্রামে বিএনপির বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ্। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে জনগনই বিএনপির বড় শক্তি।