নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের কৃষক আঃ রকিকের দুটি মহিষ চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, করগাও ইউনিয়নের মৃত হাজ্বী আঃ রহিমের পুত্র আব্দুর রকিব লিখিত অভিযোগ উল্লেখ করেন, তার ছোট বড় ১০টি মহিষ একই গ্রামের আফজল মিয়া দেখাশুনা করত। গত বুধবার রাতে তার বাড়ীর পাশে বেধে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোর রাতে সেহেরি খাওয়ার পর তিনি সকাল ৫ টায় সেখানে গিয়ে দেখেন ২টি গাভী মহিষ চুরি হয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এ ঘটনায় আব্দুর করিব আজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।