স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলগেইটে পিডিবির সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান ও তার সহযোগীদের উপর দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী ফজলু মিয়া (৫০) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল ৪ আদালতের বিচারক রাহেলা পারভিনের আদালতে হাজির হলে জামিন আবেদন করলে তার না মঞ্জুর করে ফজলু মিয়াকে কারাগারে প্রেরণ করেন। ফজলু মিয়া সুরাবই গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র। মামলার বিবরণে জানা যায়, গত ২৭ মার্চ বিকেলের দিকে শাহজীবাজার এবং হবিগঞ্জ বিদ্যুতের মেইন লাইনের উপর পড়ে থাকা গাছপালা ছাটাই করে করতে যান রাকিবুল হাসান ও তার লোকজন। এ সময় ফজলু মিয়ার নেতৃত্বে তার ছেলে টিটু মিয়া ও তোফায়েল মিয়াসহ বেশ কয়েকজন লোক দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় প্রকৌশলী রাকিবুল হাসান বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশের তাড়া খেয়ে তারা আদালতে হাজির হন।