মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ “কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে ২০২২-২৩ অর্থ বছরে আউশ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (৫ এপিতল) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফারুক আহমদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তজমুলহক চৌধুরী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, হায়দারুজ্জামান খান ধন মিয়া, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, শামীম চৌধুরী, উপজেলা প্রেসক্লাব সভাপতি এসএম খোকন, প্রতিটি ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারি কৃষিকর্মকর্তাগণ। এ সময় ১৫টি ইউনিয়নের ৭শ ক্ষদ্র প্রান্তিক কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএসপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।