স্টাফ রিপোর্টার ॥ “ইশাত খান লাভ ফর হিউমিনিটি”র উদ্যোগে হবিগঞ্জের ধুলিয়াখাল তেমুনিয়া পয়েন্টে নামাজি ব্যক্তিদের জন্য ফ্রি টুপি বিতরণ করা হয়েছে। ইশাত খান লাভ ফর হিউমিনিটির প্রতিষ্ঠাতা মোঃ মোছা ওবিরুব ইসলাম খান ওরফে ইশাত খান গতকাল বিকালে নামাজি ব্যক্তিদের টুপি বিতরণ করেন।
এ সময় “ইশাত খান লাভ ফর হিউমিনিটি”র সদস্য কবির খান, ইমন, ফাহিম, রুবেল, আরমান, তানভীর, সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।