বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

সিলেটের গোলাপগঞ্জে চুরি করতে গিয়ে ধরমন্ডল গ্রামের ২৪ নারীসহ আটক ২৭

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পরনে শাখা-সিঁদুর, মাদুলি পরা ২৪ নারীকে দেখে যে কেউ ধরে নেবেন তারা সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী। বোঝার উপায় নেই তারা মুসলিম ধর্মাবলম্বী। এমন বেশভূষা নিয়ে অবশ্য শেষ পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একই মন্দির থেকে আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের ২৪ নারীসহ ২৭ সক্রিয় সদস্যকে আলামতসহ আটক করেছে পুলিশ। আটককৃতদের ২৪ জনই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন ধরমণ্ডল গ্রামের বাসিন্দা। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নারজিন বেগম (৩০), নাজমা বেগম (৩২), রিমা আক্তার (২৮), মহিমা আক্তার (৩৫), পপি বেগম (৩০), আয়েশা বেগম (৩৫), সুমি বেগম (৩০), বিলকিস বেগম (২৮), সুফিয়া বেগম (২২), শাহিদা বেগম (২৮), লুৎফা বেগম (২৫), নাজমা বেগম (৩০), রোকসানা বেগম (২৫), সালমা বেগম (৩৫), তাছলিমা বেগম (৩৫), রোজিনা বেগম (৩০), লাভলী আক্তার (৩৫), আছমা বেগম (৩৮), পারভিন বেগম (৩০), তাছলিমা আক্তার (৩৫), অনু আক্তার (৩০), আমেনা বেগম (৩০), ফুলচান বিবি (২৮), আছমা বেগম (২৫), মাধবপুর উপজেলার সুহেল মিয়া, শাহিন আলম (২০) ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছাইদুল ইসলাম।
গতহকাল সোমবার (৩ এপ্রিল) প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। এর আগে রবিবার (২ এপ্রিল) সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়ায় ঐতিহ্যবাহী শ্রীচৈতন্য দেব মহাপ্রভুর মন্দিরে অনুষ্ঠিত বার্ষিক কীর্তন উপলক্ষে আয়োজিত মেলা থেকে তাদের আটক করে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে ওসমানীনগর সার্কেলের (গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত দায়িত্ব) অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে অবস্থিত শ্রীশ্রী চৈতন্য দেব মহাপ্রভুর মন্দিরে অনুষ্ঠিত বার্ষিক কীর্তনে আয়োজিত মেলা থেকে একটি সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় ২৭ সদস্যকে আটক করে গোলাপগঞ্জ থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকারসদৃশ জুয়েলারি, নগদ টাকা এবং হিন্দু নারীদের ব্যবহৃত হাতের শাঁখা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে স্বর্ণসদৃশ ৯টি চেইন, স্বর্ণসদৃশ এক জোড়া হাতের বালা, স্বর্ণসদৃশ হাতের চুড়ি ৪ জোড়া, স্বর্ণসদৃশ কানের দুল ১৪ জোড়া, রূপাসদৃশ চেইন আটটি, রূপাসদৃশ নূপুর আটটি, হিন্দু নারীদের ব্যবহৃত হাতের শাঁখা ছয়টি, মোবাইল সেট সাতটি এবং একটি নোহা মাইক্রোবাস।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের ২৪ জনই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন ধরমণ্ডল গ্রামের বাসিন্দা এবং একটি আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পরের যোগসাজশে শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরে অনুষ্ঠিত পুণ্যমেলায় চুরির উদ্দেশে আসেন এবং কৌশলে নিজেরা ভিড় তৈরি করে পুণ্যার্থীদের স্বর্ণের চেইন, কানের দুল, হাতের বালা, রুপার চেইন, নূপুর ও নগদ অর্থ হাতিয়ে নেন। মেলায় আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত গোলাপগঞ্জ থানার পুলিশ ঘটনা আঁচ করতে পেরে চুরির অপরাধের সঙ্গে জড়িত ২৪ নারী ও তিন পুরুষকে আলামতসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসমানীনগর সার্কেলের (গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত দায়িত্ব) অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com