স্টাফ রিপোর্টার ॥ “ইশাত খান লাভ ফর হিউমিনিটি”র উদ্যোগে হবিগঞ্জ শহরে অসহায়, দুঃস্থ ও দরিদ্রদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ইশাত খান লাভ ফর হিউমিনিটির প্রতিষ্ঠাতা মোঃ মোছা ওবিরুব ইসলাম খান ওরফে ইশাত খান গতকাল বিকালে শহরে ঘুরে ঘুরে এই সকল খাদ্য সামগ্রী বিতরণ করেন। ইশাত খান বলেন, দরিদ্রদের সহযোগিতার মনোভাব নিয়ে সকলকেই এগিয়ে আসতে হবে। তাহলেই দেশের অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সংখ্যা কমে আসবে। তিনি সকলকে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।