স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামে সৌদি আরব প্রবাসীর জায়গা জবরদখলের চেষ্টা করছে কিছু প্রভাবশালী। তারা ওই প্রবাসীর স্ত্রী সন্তানকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসী হাজী ওয়াছিক মিয়ার স্ত্রী সেলিনা বেগম। অভিযোগে উল্লেখ প্রবাসীর স্ত্রী শেলিনা বেগম জানান, শেরপুর গ্রামের হাজী ওয়াছিক মিয়া দীর্ঘদিন ধরে জীবীকার তাগিদে সৌদি আরব বসবাস করছেন। এই সুযোগে তার জায়গা সম্পত্তি জবরদখল করতে মরিয়া হয়ে উঠে তারই আপন ভাই মছদ মিয়া গংরা।
তারা গত ২৮ মার্চ দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসী ওয়াছিক মিয়ার বাড়ি পূর্বক দখলের চেষ্টা করে এবং মাটি কেটে গর্ত করে ভিট বাড়ীর ব্যাপক ক্ষতি করে। এ সময় প্রবাসীর স্ত্রী, সন্তান বাঁধা দিলে তাদের প্রাণনাশের হুমকি দেয় ওই প্রভাবশালীরা। এ সময় দখলকারীরা প্রবাসী স্ত্রী ও তাদের সন্তানদের অশালীন ভাষায় গালি গালাজ করে। পড়ে স্থানীয়রা এগিয়ে এসে তাদের রক্ষা করে। এ ঘটনায় গত ৩০ মার্চ প্রবাসীর স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে মছদ মিয়া, তার স্ত্রী আকিরুননেছা, তার পুত্র এওর মিয়া, ফখরুল ইসলাম, মেয়ে শিরিন বেগম গংদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস.আই, সুব্রত বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি, দোষিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।