শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের ডরমিটরি ভবন সংলগ্ন স্থানে প্রায় ৯৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বিএডিসি’র দ্বিতল ভবন। কাজের শুরুতেই নানা ধরণের অনিয়মের অভিযোগ উঠেছে নির্মাণকারী প্রতিষ্টানের বিরুদ্ধে। জানা যায়, আজমিরীগঞ্জে বিএডিসি (সেচ) এর নিজস্ব কোন ভবন নেই। তাই উপজেলা পরিষদের ডরমিটরি ভবন সংলগ্ন স্থানে একই কর্পোরেশনের অর্থায়নে বিএডিসি (সেচ) এর দ্বিতল বিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট অধিদপ্তর। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (সেচ) এর দ্বিতল ভবন নির্মাণে প্রায় ৯৩ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজের দায়িত্ব পায় ব্রাহ্মণবাড়িয়ার জুনায়েদ কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তদারকির দায়িত্ব দেয়া হয় হবিগঞ্জ শহরতলির একই কর্পোরেশনকে। দ্বিতল ভবন নির্মাণের শুরুতে ফাইলিং না করেই শুরু করা হয় ভবনের নির্মাণ কাজ। ভবন নির্মাণের জায়গায় ভিটাবালু দ্বারা ভরাট করার কথা থাকলেও কৃষিজমির মাটি দ্বারা ভরাট করা হয়। ভরাটকৃত কৃষিজমির মাটিতেই বেইজ ঢালাইয়ের দ্বারা পিলার স্থাপনের কাজ শুরু করা হয়। উক্ত ভবনের নির্মাণ কাজে বিএসআরএম রড ব্যবহারের কথা থাকলেও ব্যবহৃত হচ্ছে নিম্নমানের রড। লিংটারের নীচে ১২ ইঞ্চি প্রশস্ত গাইডওয়াল না দিয়ে লিংটার নির্মাণের কাজ শুরু করা হয়েছে। লিংটারে পাথরের ঢালাইয়ের পরিবর্তে দেয়া হচ্ছে কংক্রিটের ঢালাই।
নির্মাণ কাজে সাদাপাথর ব্যবহারের কথা থাকলেও নিয়ে আসা হয়েছে নিম্নমানের কাল পাথর। ভিটাবালু ৫ এমএম দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে ২-৩ এমএম। উক্ত দ্বিতল ভবনের নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী আহসানুল আলম জানান, ভবন নির্মাণের জন্য সরবরাহকৃত নিম্নমানের বালু রিজেক্ট করেছি এবং ওই বালু দিয়ে নির্মাণ কাজ না করতে বলেছি। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার ওই নিষেধাজ্ঞা অমান্য করে রিজেক্ট করা বালু ও ইটের কংক্রিট দিয়ে চালিয়ে যাচ্ছেন নির্মাণ কাজ। এ নিয়ে সচেতন মহলে বিভিন্ন সমালোচনা দেখা দেয়।