প্রেস বিজ্ঞপ্তি ॥ ইশাত খান লাভ ফর হিউমিনিটির উদ্যোগে বানিয়াচং বড় বাজারে অসহায় ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বাদ আসর বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারী ও অসহায় দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, ইশাত খান লাভ ফর হিউমিনিটির প্রতিষ্ঠাতা মোঃ মোছা ওবিরুব ইসলাম খান ওরফে ইশাত খান, শুভ, মাহফুজ, নাজিম উদ্দিন, সাম মাহের, রাজ, নাবির প্রমুখ।