স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ডাঃ শারমিন নাহার সিঁথি জাপানের কোমামতু ইউনিভার্সিটি হসপিটাল থেকে মাস্টার্স ইন মেডিকেল সাইন্স ডিগ্রী অর্জন করেছেন। গতকাল ওই ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে সার্টিফিকেট প্রদান করা হয়। বাংলাদেশের নারীদের ঐতিহ্যের পোশাক শাড়ি পড়ে তিনি সার্টিফিকেট গ্রহণ করেন। এ সময় বিভিন্ন দেশের কৃতি ডাক্তারগণ তার সাথে ফটোসেশন করেন। মেধাবী ডাক্তার শারমিন নাহার সিঁথি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন। তিনি ছিলেন ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী। ডাক্তার শারমিন নাহার সিঁথি প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া ও ফয়জুন্নাহার শিমুর একমাত্র কন্যা। ডাক্তার শারমিন নাহার সিঁথির স্বামী ব্র্যাক ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের সিনিয়র প্রভাষক সামিউল আলম রাজিবও জাপানের একই ইউনির্ভাসিটিতে পিএইচডি করছেন। ডাক্তার সিঁথি মেডিকেল সাইন্সের উপর আরও অধিক অধ্যয়নে সকলের দোয়া কামনা করেছেন।