স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিউ ফিল্ডের দক্ষিণে পানি নিস্কাশনের পৌরসভার বড় ড্রেন পরিস্কার করতে গিয়ে দেবে যাওয়া এক্সকেভেটর দেখতে যান মেয়র আতাউর রহমান সেলিম। ওই ড্রেন পরিস্কার করতে গিয়ে হবিগঞ্জ পৌরসভার নিজস্ব এক্সকেভেটর দেবে যাওয়ার সাত দিন পর শনিবার দিবাগত রাত ৮ টায় এক্সকেভেটরটি উঠানো সম্ভব হয়েছে।
হবিগঞ্জ শহরের দুর্জয়ের পিছনের লেক, জেলা পরিষদের পিছনে অনন্তপুর এলাকা, পুলিশ সুপারের বাসভবন, সার্কিট হাজস, জেলা প্রশাসকের বাসভবন, শায়েস্তানগর আবাসিক এলাকার একাংশ, কোরেশনগর এলাকার একাংশ, মোহনপুর উত্তারাংশ, ঘোষপাড়া ইত্যাদি একটি বৃহৎ অংশের পানি নিস্কাশিত হয় নিউফিল্ডের দনি ও পশ্চিম হয়ে আনসার অফিসের উত্তরে বাইপাস কার্লভাটের নীচ দিয়ে।
সম্প্রতি শিশুপার্ক নির্মাণের লক্ষ্যে নিউফিল্ডের দেিন মাটি ভরাটের কাজ শুরু হওয়ায় ওই অঞ্চলের পানি নিস্কাশনের ড্রেনে পানি নিস্কাশন বাধাগ্রস্থ হয়। ফলে আরো দক্ষিণ দিকে সড়ে নিউ ফিল্ডের দক্ষিণ প্রান্ত ঘেষে ড্রেন পরিস্কার করে পানি প্রবাহ নিশ্চিত করণের জন্য পৌরসভার নিজস্ব এক্সকেভেটর দিয়ে কাজ করা শুরু হয়। প্রায় ১৫০ ফুট ড্রেন পরিস্কার করার পর শেষ প্রান্তে এসে ১৮ মার্চ শনিবার এক্সকেভেটরটি মাটিতে দেবে যায়। এক্সকেভেটরটি দেবে যাওয়ার পর পৌরসভার পানি সরবারাহ শাখার চেইনকপ্পা ব্যবহার করে এটিকে উঠানোর জন্য চেষ্টা করা হয়। চেইন কপ্পা ছাড়াও অন্য একটি এক্সকেভেটরের সাহায্য নেয়া হয়।
সাতদিন অবিরাম চেষ্টার পর শনিবার রাত ৯ টায় এই এক্সকেভেটর উঠানো সম্ভব হয়।