স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামে দুই দলের মাঝে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৫ মার্চ) এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ উভয় পরে প্রায় ৩০ জন আহত হয়েছে। তবে তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। এর আগে ১৫ মার্চ এর দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৮ বছর যাবত লক্ষ্মীপুর গ্রামের হিরাই মিয়া মেম্বার ও সাবেক মেম্বার মুজিবুরের মাঝে বিরোধ চলছে। এর আগে ২০১৫ সালে উভয় পক্ষের সংঘর্ষে ১জন নিহত হয়। এর জেরেই গত ১৪ ও ১৫ মার্চ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে হিরাই মিয়ার দলের এক যুবকের পায়ের রগ কেটে দেন মুজিবুরের লোকজন। এ ঘটনায় ২৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন হিরাই মিয়ার লোকজন। মামলা হওয়ার পর আসামীরা পাশ্ববর্তী আতুকুড়া, দৌলতপুর ইত্যাদি গ্রামে পালিয়ে থেকে গত বৃহস্পতিবার কোর্টে জামিন চাইলে ১৫/১৬ জনের জামিন পান।
পরে তারা গতকাল শনিবার স্বস্ব বাড়িতে ফিরলে খবর পেয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষের খবর পেয়ে লাখাই লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে কথা হলে লাখাই থানার ওসি নুনু মিয়া জানান, পূর্বের ঘটনার জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমাদের ৪/৫জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।