মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান।
অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক মামুন, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ূন কবির, তথ্যসেবা কর্মকর্তা নাসরিন সুলতানা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ অলিদ মিয়া, সাংবাদিক আয়ুব খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উসমান মিয়া প্রমুখ।
সভায় গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেয়ার জন্য বক্তারা জোর দাবী জানান।