প্রেস বিজ্ঞপ্তি ॥ ইশাত খান লাভ ফর হিউমিনিটির উদ্যোগে হবিগঞ্জ শহরে মুসল্লিদের মাঝে টুপি বিতরণ ও অসহায় ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বাদ জুম্মা শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় টুপি বিতরণ করা হয়। বাদ আসর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারী ও অসহায় দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, ইশাত খান লাভ ফর হিউমিনিটির প্রতিষ্ঠাতা মোঃ মোছা ওবিরুব ইসলাম খান ওরফে ইশাত খান, সংগঠনের সদস্য খলিলুর রহমান রুবেল, সিয়াম, তৌকির, মোস্তফা, হাসান, ফরহাদ, সাব্বির মাহফুজ, মাহমুদ মাহির, মাহি, নাহিদ প্রমূখ।