রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

চুনারুঘাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে ঘর থেকে একই পরিবারের গৃহকর্তা দিনমজুর সূর্যল হক (৪৫), তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের প্রতিবন্ধি সন্তান ইয়াসিন (১০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ ঘটনাস্থলে ছুটে যান। সুর্যল একজন মাদকসেবী বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের দিনমজুর সূর্যল হক (৪৫) এর ২ ছেলে ও ২ মেয়ে। বড় ছেলে ইয়াছিন প্রতিবন্ধী। অভাব অনটন সংসারে লেগেই ছিল। তার স্ত্রী জেসমিন আক্তার প্রতিবন্ধী ছেলে ইয়াছিনকে নিয়ে ভিক্ষাভিত্তি করতেন। সুর্যল দিনমজুরী করতেন। অপর তিন সন্তানের জিহান (৭), শিরিন (৫) ও আইরিন (২)।
গতকাল বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে দেখা যায়। এরই মাঝে বেলা ২ টার দিকে ঘরের পাশে একটি গাছে সুর্যল এর মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন। এ সময় তাদের ঘরে গিয়ে দেখা লোকজন দেকতে পান সুর্যলের প্রতিবন্ধি পুত্র ইয়াছিনের রক্তাক্ত মরদেহ খাটের উপর এবং তা স্ত্রী জেসমিন আক্তারের রক্তাক্ত মরদেহ খাটের নীচে পড়ে আছে। এ খবর জানাজানি হলে শত শত নারী পুরুষ ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে চুনারুঘাট মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ও চুনারুঘাট থানার ওসি রাশেদুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ সুপার এসএস মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সময় ২ বছরের শিশু সন্তান আইরিনকেও হত্যার চেষ্টা করা হয়। তার গলায়য় দাগ রয়েছে। অপর সন্তান জিহান ও শিরিন বাড়ির পাশে খেলা করছিল। স্থানীয় লোকজনের ধারনা ঘটনার সময় এরা ঘরে থাকলে হয়তো তাদেরকেও প্রাণ হারাতে হতো। মারা গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের সংসারে অভাব অনটন লেগেই ছিল। কোন ভাবেই কুলিয়ে উঠতে পারছিল না সুর্যল। হয়তো এ কারনেই এ হত্যা ও আত্মহত্যা ঘটনা ঘটতে পারে।
চুনারুঘাট মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থরে গিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। সূর্যল হকের মরদেহ ঘরের পাশে গাছের ডালে ঝুলন্ত, তার স্ত্রীর মরদেহ খাটের নীচে এবং প্রতিবন্ধী ছেলের মরদেহ খাটের উপর থেকে উদ্ধার করা হয়।
আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, খবর পেয়ে তিনি স্থানীয় মেম্বারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এখন বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছেনা কিভাবে ঘটনাটি ঘটেছে।
ইউপি মেম্বার আব্বাস উদ্দিন বলেন, খবর পেয়ে তিনি তাদের বাড়িতে ছুটে যাই। তবে কেউেই কিছু বলতে পারছেনা কিভাবে ঘটনাটি ঘটেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com