শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

ঢাকাস্থ রোটারী ক্লাব অব উত্তরার অনুদানে শোকরগোজার পাঠশালার শিক্ষার্থীদের বহুমুখী সেবাদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৪১ বা পড়া হয়েছে

মানুষ মানুষের জন্য। অজানা কিছু মানুষ তাদের সেবা দিয়ে, ভালবাসায় সিক্ত করল হবিগঞ্জের গুংঙ্গিয়াজুরী হাওরের সুবিধা বঞ্চিদের জীবন। রোটারী ক্লাব উত্তরার রোটারিয়ানরা এগিয়ে এলেন শোকরগোজার সেবালয়ের সেবাকে এগিয়ে নিতে। “শোকরগোজার” একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। স্রস্টার সন্তুষ্টির জন্য ৩৬ বিঘা জায়গার উপর গড়ে ওঠেছে শোকরগোজার দাতব্য সেবালয়। ২০২১ সালে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন প্রাপ্ত এই দাতব্য সেবালয়টি। দূর্গম হাওরে শত প্রতিকূলতায় শোকরগোজার দাতব্য সেবালয় তার সেবাখাত গুলো চলমান রেখেছে। ২০১৯ সালে সার্বাজনীন প্রার্থনালয় স্থাপন করা হয়। ২০২০ থেকে ইফতার আয়োজন ও নিয়মিত বছরের দুটি ঈদ নামাজের জামাতের আয়োজন ও সকলকে সেমাই মুখ আয়োজন, ঈদুল আজহায় কোরবানি সম্পন্ন এবং দরিদ্রদের মাঝে কোরবানির গোশত বন্টন করা হয় নিয়মিত। আনোয়ারপুর গ্রামে শোকরগোজার মসজিদ ও মক্তব নির্মান করে, সেখানে প্রতি ওয়াক্তে নামাজ ও মক্তবে শিশুদের কোরআন শিক্ষা দানের ব্যবস্থা করা হয়ছে। হাওরের দরিদ্র নিরক্ষর শিশুদের শিক্ষা দানে বিনামূল্যে শিক্ষা দানসহ সকল শিক্ষা উপকরণ প্রদানে দান করা হয়। এছাড়াও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পরিবারের কাছে প্রতিমাসের ১০ তারিখে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ইতিমধ্যে এই সকল কার্যক্রমের সাথে ২০২৩ সালের জানুয়ারী মাসে চালু হয়েছে হবিগঞ্জ মাস্টার্স কোয়াটারস্থ “সালাম ভিলা”র ৪র্থ তলায় স্থায়ী কার্যালয়ে “শোকরগোজার নূর মদিনা নূরানি হেফাজখানা”। যেখানে এতিমদের বিনামূল্যে খাবার সহ কোরআন ও সুন্নাহর জ্ঞান দেয়া হয় অভিজ্ঞ মহিলা হাফেজার মাধ্যমে। ঢাকাস্থ রোটারী ক্লাব অব উত্তরার রোটারিয়ানা শোকরগোজার পাঠশালার শিক্ষার্থীদের স্কুল ড্রেস, শ্রেণী কক্ষের আসবাবপত্র ও মেধাবী শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের উপকরণ সহায়তাসহ দুঃস্থদের মাঝে টিন প্রদান করেন। রোটারী ক্লাব অব উত্তরার ১ লাখ টাকা অনুদান প্রাপ্তির বিষয়ে প্রতিষ্ঠানটির দাতা আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে চাই, শোকরগোজার সেবালয়ের সেবাখাতকে আরো প্রস্তুত করতে আমরা কাজ করছি। আমরা উত্তরা রোটারী ক্লাবের সকল রোটারিয়ানদের কাছে কৃতজ্ঞ। বুধবার রোটারী ক্লাবের সেবাদানে স্থানীয় লোকজন, সেবা গ্রহিতা ও শোকরগোজার পাঠাশালার কমিটির সভাপতি ও এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শোকরগোজার পাঠাশালার শিক্ষার্থী জ্যোতি বলেন, আমরা খুব খুশি, আমাদের শ্রেণীকক্ষ এখন আগের চেয়ে অনেক-অনেক সুন্দর হয়েছে। শিক্ষার্থীর এক মা সেলিনা বলেন, ‘আমরা আগে সন্তানকে মাছ ধরতে সকাল সকাল বিলে ফাটাইতাম, শোকরগোজার আমরারে অভ্যস্ত করছে ভোরে ওইট্যা বাচ্চাকাচ্চারে মক্তব ও ইস্কুলে ফ্যাটাইতে। রোটারী ক্লাব অব উত্তরা ও শোকরগোজার দাতব্য সেবালয়ের সকল আয়োজনে উপস্থিত ছিলেন, হারুন অর রশিদ, দীলিপ চন্দ দাশ, ফয়সল আহমেদ, পলাশ মিয়া, কাসন মিয়া, মসজিদ ইমাম ইমাম উদ্দিন ও শিক্ষক রণজিৎসহ অভিভাবকবৃন্দ। আয়োজনটি সফল হওয়ায় মুঠোফোনে রোটারী ক্লাব অব উত্তরার পক্ষ হতে সভাপতি রোটারিয়ান মোহাম্মদ শামছুল করিম রুকু, সাধারণ সম্পাদক রোটারিয়ান মনোয়ারা বেগম মুন্নি শোকরগোজার দাতব্য সেবালয়কে ধন্যবাদান্তে সবসময় সার্বিক সহায়তা দিতে আন্তরিক ইচ্ছা প্রকাশ করেন।
-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com