স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান মাস ও ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জ্ পৌরসভার দিনে ৩ বেলা পানি সরবরাহ করবে। আগামী ২৪ মার্চ পহেলা রমজান হতে পানি সরবরাহের নতুন সময়সূচী কার্যকর হবে। গ্রাহকদের সুবিধার জন্য এ নতুন সময়সূচী ঘোষনা করেছে হবিগঞ্জ পৌরসভা।
নতুন সময়সূচী অনুযায়ী প্রতিদিন সকাল ৭টা হতে ৮টা, বেলা আড়াইটা হতে সাড়ে ৩টা এবং সন্ধ্যা ৫টা ৫০ মিনিট হতে ৬ টা ২০ মিনিট পর্যন্ত পানি দেয়া হবে। তবে বৈদ্যুতিক গোলযোগ বা যান্ত্রিক ত্রুটির কারণে এ সময়সুচী পরিবর্তিত হতে পারে। এ সময়সুচী অনুযায়ী পানি সরবরহ চলবে পবিত্র ঈদ উল ফিতরের পরের দিন পর্যন্ত।