স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রাম থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে এসআই কাওসার আহমেদ তোরণের নেতৃত্বে একদল পুলিশ বামকান্দি গ্রামের একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে আটক করে। আটকরা হল, আষেড়া গ্রামের আলা উদ্দিনের পুত্র গিয়াস উদ্দিন, একই গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র মিয়া হোসেন, শ্যামপুর গ্রামের সমেদ মিয়ার পুত্র আব্দুর রউফ, ধল গ্রামের লাল মিয়ার পুত্র কবির মিয়া। এ ঘটনায় এসআই বাদি হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। গতকাল বুধবার বিকেলে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।