শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দালালসহ গ্রেফতার ৩ মৃত্যুর ২ দিন পর চুনারুঘাটের জহুর আলীর লাশ হস্তান্তর শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক আগামী মঙ্গলবার পইল ঐতিহ্যবাহি মাছের মেলা নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা শহরের যানজট নিরসনে গুরুত্ব দিয়ে কাজ করবে পৌরসভা নবীগঞ্জ-রুদ্রগ্রাম রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন মাধবপুরে জাতীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০

হবিগঞ্জে সুপ্রিমকোর্টের আীপল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ॥ ‘বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে’

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ও বার কাউন্সিলের এনরোল কমিটির চেয়ারম্যান ওবায়দুল হাসান বলেছেন, জুডিসিয়াল সেপারেশন এর পর বিজেসি পরীক্ষায় পাশ করে যারা বিচারক হচ্ছেন তারা প্রশাসন ও পুলিশ ক্যাডারের ছেয়েও যোগ্যতাসম্পন্ন। আর দেশে যারা বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন তাদের ৯৫ থেকে ৯৭ শতাংশই সৎ। তারপরও টিআইবির দুর্নীতির সুচকে বিচার বিভাগ তা নিয়ে চিন্তা করতে হবে। আমি মনে করি এর কারন হল একটি মামলায় দুই পক্ষে দুইজন আইনজীবী থাকেন। যেহেতু দুইজনই জেতার সুযোগ নেই তাই যিনি হারেন তিনি তার মোয়াক্কেলকে বিচারক ঘুষ খেয়েছে বলে বুঝিয়ে দেন। সাধারণ লোক সহজেই এটি বিশ^াস করে। আবার যারা মোহরী আছেন তারা সহজেই আইনজীবী ও বিচারক কেনা বেচা করে জনগনকে প্রতারিত করেন। ফলে বিচার বিভাগ নিয়ে নেতিবাচক প্রচার হয়। এ ব্যাপারে আইনজীবিদের সজাগ থাকতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতি কর্তৃক বার কাউন্সিলের চেয়ারম্যান এ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন এবং আইনপেশায় ৫০ বছর পূর্তিতে এডভোকেট ইসমাইল হোসেনকে দেয়া হবে সংবর্ধনা, আইজীবিদের সন্তানদের বৃত্তি বিতরণ ও খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বার কাউন্সিল ও কোন বিশ^বিদ্যালয় মিলে যাতে আইনজীবিদের ট্রেনিং এর ব্যবস্থা করা যায় তার উদ্যোগ নেয়া হবে। বিচারকদের জন্যও আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ব্রাক্ষণবাড়িয়ার অবস্থা যেন কোথাও আর না হয় তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। বার ও বেঞ্চের মাঝে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সিনিয়র আইনজীবিদেরকে মনে করতে হবে জুনিয়র বিচারক তার পুত্র তুল্য। বিচারকরাও যেন সিনিয়র আইনজীবীকে পিতৃতুল্য মনে করেন। আগে বিচারকরা কোন বিষয় না বুঝলে সিনিয়র আইনজীবীদেরকে চেম্বারে নিয়ে পরামর্শ নিতেন। এটি দোষের কিছু নয়। মনে রাখতে হবে কোন বিচারকের যদি জ্ঞানের অভাব হয় তাহলে তা পূরণ করা সম্ভব। কিন্তু আদবের অভাব হলে তা পূরণ করা সম্ভব নয়।
এ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন আমিন উদ্দিন বলেন, আগে বার কাউন্সিলে অনিয়মিত পরীক্ষা হওয়ায় যারা আইনজীবী হতে চান তাদের মাঝে হতাশা চলে আসে। আমরা এখন নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করেছি। তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, এই পেশার মূল উদ্দেশ্য মামলা জেতা নয়। মূল উদ্দেশ্য হল যথাযথ আইনী ব্যাখ্যা ও মামলার বিষয়বস্তু আদালতে তুলে ধরা।
হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম, নারী ও শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ সুদীপ্ত রায়, নাসিম রেজা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন আর রশিদ, বার কাউন্সিলের সদস্য এডভোকেট মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল ও অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান। জেলা এডভোকেট সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল জানান, এই অনুষ্ঠানে যারা আইনপেশায় ৩৫ বছর অতিক্রম করেছেন তাদেরকেও সংবর্ধনা প্রদান করা হয়। এই ক্যাটাগরীতে সম্মাননা ক্রেস্ট পান ৫৯ জন। এর আগে এই ধরনের কোন সম্মাননা প্রদান করা হয়নি। ৫০ বছর অনেকেরই অতিক্রম হয়না বলে এটি সংযোজন করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে আইনজীবী সমিতির সদস্যদের সন্তানদের মাঝে মেধাবৃত্তি এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তিনি আরও বলেন, এই বারে যারাই ৫০ বছর অতিক্রম করেছেন তাদের সবাইকে সম্মাননা জানানো হয়েছে। তারা সবাই আমাদের গর্বিত সন্তান। এডভোকেট ইসমাইল হোসেনও আমাদের গর্বিত সন্তান। তিনি ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারী হবিগঞ্জ বারে আইনপেশা শুরু করেন। তিনি এই সমিতির সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৩ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। নবীগঞ্জের দাসেরকোনা গ্রামের মরহুম আলহাজ¦ আতিকুর রহমানের সন্তান ইসমাইল হোসেন ছিলেন একজন মেধাবী ছাত্র ও বিচক্ষণ আইনজীবী। তিনি ১৯৬০ সালে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২য় বিভাগে এসএসসি, ১৯৬৪ সালে সিলেট এমসি কলেজ থেকে ২য় বিভাগে এইচএসসি, ১৯৬৭ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ২য় শ্রেণীতে ইংরেজী সাহিত্যে স্নাতক সম্মান, ১৯৬৮ সালে ২য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পর ঢাকা সিটি ল কলেজ থেকে ১৯৭০ সালে এলএলবি সম্পন্ন করেন। তাকে স্বর্ণ পদক দিয়ে সম্মাননা জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com