চুনারুঘাট প্রতিনিধি ॥ রাতের আঁধারে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের কলামগুলোর শিক কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত গভীর রাতে ওই বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারের লোহার শিক চুরির ঘটনা ঘটে। একই সাথে ওই রাতে বিদ্যালয়ের বৈদ্যুতিক ট্রান্সফরমারটিও নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিগত দুই বছরে এনিয়ে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে তিন বার।
গত এক বছর ধরে এ বিদ্যালয়ে নৈশ প্রহরী না থাকার কারণে এ অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক আহমেদ তরফদার মাসুম। তিনি বলেন, এক বছর আগে বিদ্যালয়ের নৈশ প্রহরী পদত্যাগ করলে পদটি শূণ্য হয়ে যায়। নৈশ প্রহরী না থাকায় আমাদের শিক্ষা-সংস্কৃতি তথা স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও সংগ্রামের প্রতীক শহীদ মিনারের লোহার শিক কেটে নিয়ে যেতে সক্ষম হয়েছে দুর্বৃত্তরা। বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ায় গতকাল মঙ্গলবার বিদ্যুৎ বিহীন ছিল বিদ্যালয়টি। এ গরম মৌসুমে শিক্ষার্থীরা পাঠগ্রহন কিভাবে করবে, এইটা চিন্তার বিষয়। এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চায় সংশ্লিষ্টরা। এ বিষয়ে বাদী হয়ে অজ্ঞান নামে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা বেগম।