শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

বিএনপির উদ্দেশ্য মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ চিন্তা করে কিভাবে জনগণের জীবনযাত্রা উন্নত করা যায়; আর বিএনপির উদ্দেশ্যÑ মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। গতকাল লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে নয়া ভবন উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন, আওয়ামী লীগ একটা শান্তিপূর্ণ পরিবেশে দেশটাকে অর্থনৈতিক অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপির সেটা পছন্দ করে না। উন্নয়ন অগ্রগতি থামিয়ে দিতে তারা অপপ্রচারে লিপ্ত হয়।
সংসদ সদস্য আরও বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে আলেমের হাত ধরে। আর বিএনপির জন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের হাত ধরে। অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের মধ্য দিয়ে এ দলটির জন্ম হওয়া এ দলটির নেতাকর্মীদের কর্মকাণ্ডও খারাপ। তাদের দ্বারা কখনও কোন ভাল কাজ হয়নি। জনসভায় বক্তারা এমপি আবু জাহির এর মাধ্যমে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক ও বলভদ্র সেতুসহ ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তাঁর প্রতি ধন্যবাদ জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে এমপি আবু জাহির প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ফরদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোড়াকরি পুষ্পময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নবনির্মিত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার উদ্বোধনী ফলক উন্মোচন করেন। মোড়াকরি বাজারের মাঠে জনসভায় বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আলেয়া বেগম, বুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান মাহফুজ ও মোঃ ইকবাল হোসেন ছোট্টু মিয়া।
জনসভায় সভাপতিত্ব করেন হাজী ইসহাক মিয়া এবং সঞ্চালনায় ছিলেন মোঃ শাহাবউদ্দিন মোল্লা ও মুক্তার আলম মুক্তি। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার দুই সহশ্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com