স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে এক মহিলাকে শ^াসরোধ ও বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগবাড়ি গ্রামে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই হত্যাকারী সন্দেহে স্বামী ও সতীনকে আটক করেছে পুলিশ। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক জানান, উপজেলার বাগবাড়ি গ্রামের সিএনজি অটোরিকশা চালক সুনাহর আলীর দুই স্ত্রী। প্রথম স্ত্রী সাদেকা খাতুন ও দ্বিতীয় স্ত্রী রিপা খাতুন (২৫)। রিপা খাতুনের বাবার বাড়ি উপজেলার পাকুড়িয়া গ্রামে। স্বামী কাজের জন্য দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে দুই সতিনের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। শনিবার রাতে সুনাহর আলী বাড়ি ফিরে ঘরের মেঝেতে রিপাকে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষনিক তিনি রিপাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন থেকেই সাদেকা খাতুন আত্মগোপন করেন। রাত সাড়ে ১০টার দিকে ডাক্তারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে। এর আগেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান তার স্বামী সুনাহর আলী। বিষয়টি হত্যা বলে পুলিশের সন্দেহ হলে তারা অভিযান চালিয়ে সুনাহর আলী ও তার প্রথম স্ত্রী সাদেকা খাতুনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করে। রোববার দিনভর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ওসি রাশেদুল হক বলেন, এটি একটি হত্যাকান্ড। আটক স্বামী ও সতীনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষ প্রয়োগ ছাড়াও তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।