স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আলমবাজারে রহিমা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তার নাড়িভুড়ি বের হয়ে গেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু দীর্ঘক্ষণ হাসপাতালে অপেক্ষা করলেও কোনো অ্যাম্বুলেন্স তাকে নিয়ে যেতে চায়নি। অবশেষে বাহির থেকে গাড়ি নিয়ে গেলে অযৌক্তিকভাবে অবরোধকারীরা তাকে নিয়ে যেতে বাঁধা প্রদান করে। অবশেষে রাত ১০টার দিকে বাহির থেকে গাড়ি এনে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়। তবে তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। সে বানিয়াচং উপজেলার আনোয়ারপুর গ্রামের আছকির মিয়ার স্ত্রী। গতকাল রবিবার রাত ৮টায় তুচ্ছ ঘটনা নিয়ে এক ব্যক্তির সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তিসহ একদল যুুবক তাকে ছুরিকাঘাত করে। তবে ভুক্তভোগীরা মনে করছেন অযৌক্তিক অবরোধের কারণে অনেক গুরুতর রোগীরা সময়মতো ঢাকা-সিলেট না যেতে পেরে রাস্তায় মারা যাচ্ছেন। রহিমার অবস্থাও আশংকাজনক। এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।