মাধবপুর প্রতিনিধি ॥ রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীদের সাথে পুলিশ মতবিনিময় করেছন। গতকাল রোববার রাতে মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তীর কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। দ্রব্য মূল্য স্থিতিশীল রাখা, বাজারের পাহারা জোরদার করা, কৃত্রিম সংকট সৃষ্টি রোধ করার উদ্দেশ্য এ সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মনোজ পাল, সাধারণ সাম্পাদক শাহ মোঃ সেলিম, কদর আলী মোল্লা, বাদশা মিয়া, সাবেক ওয়ার্ড কাউন্সিলর অজিত পাল, মোঃ মনু মিয়া বাবুল রায় প্রমূখ। এ সময় ব্যবসায়ীবৃন্দ রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবী জানান।