মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ “জাতীয় শিশু দিবসে এ বছরের প্রতিপাদ্য- ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ এই শ্লোগানে কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে বানিয়াচংয়ে বর্ণিল আয়োজনে বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও ১নং উত্তর পূর্ব ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত আবৃত্তি শিক্ষক মখলিছ মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কিশোর-কিশোরী ক্লাবের দায়িত্বপ্রাপ্ত জেন্ডার প্রোমোটার মোঃ কাউছার আহমেদ, হাবিবুর রহমান চৌধুরী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আবৃত্তি শিক্ষক শান্তা আক্তার, নুসরাত জাহান লোবা, সংগীত শিক্ষক প্রদীপ সূত্রধর, সমাপ্তি রায়, ইয়াছমিন আক্তার। প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন, বানিয়াচং কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করায় উক্ত ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন জাতির পিতার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীর বাংলাদেশকে কিশোর-কিশোরীদের মননশীল, মেধাবী করতেই এই কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম চালু করেছেন। যার ফলে এখান থেকে কিশোর-কিশোরীরা তাদের জীবন মান উন্নয়নের অনেক মূল্যবান প্রশিক্ষন পাচ্ছে। যা পরবর্তীতে তাদের প্রতিটিক্ষনে এগুলো কাজে আসবে। সভাপতির বক্তব্যে ইউএনও পদ্মাসন সিংহ বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত, অতএব তাদেরকে সেইভাবে প্রস্তুত হতে হবে। আর এ লক্ষ্যেই চালু করা হয়েছে কিশোর-কিশোরী ক্লাব। এখানে শিশুদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে তাদের নানবিধ প্রশিক্ষন দেয়া হচ্ছে। কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন এবং শিশু কন্ঠে গান ও আবৃত্তি শুনে সত্যিই আমি অভিভূত। অনুষ্ঠানের শেষাংশে সকল অতিথিবৃন্দকে নিয়ে জাতির পিতার জন্মদিনে কেক কেটে আনন্দ উৎসব পালন করা হয়।