স্টাফ রিপোর্টার ॥ কিশোরগঞ্জের ভৈরব টোলপ্লাজা থেকে হবিগঞ্জ শহরে রিপন মিয়া (৩০) সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। গতকাল শনিবার (১৮ মার্চ) ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- লোকড়া ইউপির আশেরা ফ্রান্ডাইল এলাকার শিশু মিয়ার পুত্র মো. রিপন মিয়া (৩২), মৃত গুলজার মিয়ার পুত্র মো. রুপন মিয়া (৩৯), ফারুক মিয়ার পুত্র মো. রুবেল মিয়া (২৫), সাজ্জাদ নুর মিয়ার পুত্র ফালান মিয়া (২৪)।
র্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, গত শনিবার ভোর ৫টায় তাদের একটি বিশেষ টিম ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামিদের আটক করা হয়। এ সময় তাদের একটি প্রাইভেটকার তাল্লাশি ২৫ কেজি গাঁজা ও ৫৭৫ ইয়াবা উদ্ধার করা হয়। বিকালে তাকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।